সংঘর্ষের পর চবিতে হল তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় কাউকে আটক করা না হলেও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ১২ থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে এ তল্লাশি চলানো হয়। এসময় হকিস্টিক, রড, ক্রিকেট স্টাম্প, কয়েকটি রামদা ও পাথর উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে তল্লাশি চালিয়ে হকি স্টিক, ক্রিকেট স্ট্যাম্প, রড, কয়েকটি রামদা ও পাথর উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

তিনি আরও বলেন, দফায় দফায় সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে হোটেলে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই উপগ্রপ সিএফসি ও সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ হয়। বৃহস্পতিবার দুপুরে ২য় দফায় আবারো সংঘর্ষে জড়ায় এ দুটি উপগ্রুপ। এতে উভয় পক্ষের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হন ।

মন্তব্য নেওয়া বন্ধ।