সংবাদ প্রকাশের পর মৎস্য অফিসের অভিযানে ৩০ মণ নিষিদ্ধ হাঙর জব্দ

চট্টগ্রাম খবররে ‘বঙ্গোপসাগরে চলছে নির্বিচারে হাঙর শিকার‘ শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে প্যারাবন চরে হাঙর শুটকি পল্লীতে ৩০ মণ নিষিদ্ধ হাঙর জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের প্যারাবন চরে আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সরেঙ্গা কোস্টগার্ড, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক বলেন, সংবাদ প্রকাশের পর আমরা জানতে পারি প্যারাবন চরে হাঙর শিকার করে শুঁটকি তৈরী হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে শিকার করে আনা বিভিন্ন সাইজের ৩০ মন হাঙর, বিষাক্ত পটকা ও শাপলা মাছ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়৷ জব্দ হওয়া এসব হাঙরকে নষ্ট করা হবে। হাঙর শিকারের জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।