সন্দ্বীপে বৈশাখের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

হালকা বাতাসের সাথে সকালের আকাশে জমেছিল কালো মেঘ। কিছুক্ষণ পরে শুরু হয় ধমকা হাওয়া। সেই সাথে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। বাড়তে থাকে বাতাসের গতিবেগ। এভাবে বয়ে যাওয়া প্রকৃতির উন্মাদনায় মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় সন্দ্বীপের স্বাভাবিক পরিবেশ।

শনিবার (২১ মে) সকালে বাতাসের তীব্রতায় গাছপালা ভেঙে পড়ে মানুষের বসত ঘরে। বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, ছিড়ে যায় বৈদ্যুতিক তার।

উপজেলার কালাপানিয়া ইউনিয়ন ও পৌরসভার ৩ নং ও ৬ ওয়ার্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। কালাপানিয়া ইউনিয়নে গিয়ে দেখা যায় প্রায় ৫০ টির অধিক ঘরের উপর গাছ পড়ে ঘর ভেঙ্গে পড়েছে । এছাড়া সন্দ্বীপ পৌরসভার ৬ নং ওয়ার্ডে গাছ পড়ে বৈদুতিক খুটি ভেঙ্গে পড়েছে বলে জানান স্থানীয়রা।

কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রাজি টিটু চট্টগ্রাম খবরকে বলেন, অনেকগুলো ঘরবাড়িতে ব্যাপকভাবে ক্ষয়-ক্ষতি হয়েছে। নিজ উদ্যোগে ভেঙ্গে যাওয়া গাছ গুলো দ্রুত অপসারন করতে কাজ করছেন বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি বাজারেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।