সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেলো লংগদুর পারভীন

সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নওগা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে পারভীন আক্তার। সে রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকার বাসিন্দা আনসার ব্যাটালিয়নের লেন্স নায়েক মো. সাহেব আলীর ছোট মেয়ে।

স্থানীয় স্কুল শিক্ষক আল মামুন ইবনে মিজান বলেন, পারভীন খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে নিজের মেধা ও প্রজ্ঞায় মেডিকেলে পড়ার চান্স পেয়েছে। পারভীন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে গেছে। সে মেডিকেলে পরীক্ষা দিয়ে মেধার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সে লংগদুর তথা আমাদের গর্ব। উপজেলায় সে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, পারভীন আক্তার হচ্ছে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের মডেল, আইকন ও অনুপ্রেরণা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে মেডিকেলে পড়ার সুযোগ পাওয়ায় পারভীনকে অভিনন্দন ও শুভেচ্ছা। এছাড়াও তার মেডিকেলে পড়তে সবসময় উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে। তিনি পারভীনের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলতা কামনা করেন।

পারভীন সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ১০৪৮৩ তম স্থান অর্জন করেন।

উল্লেখ্য, লংগদু উপজেলা থেকে এই প্রথম কোনো ছাত্রী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।