সহযোগী নিয়ে অস্ত্রসহ র‌্যাবের কব্জায় মুরগী মিলন

পাহাড়ের অস্ত্র ব্যবসায়ী মুরগী মিলনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। মুরগী মিলনের প্রকৃত না আব্দুর রহিম। তিনি খাগড়াছড়ির রামগড় থানার আনন্দপাড়ার আবু তাহেরের ছেলে। এসময় একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। মিলনের নামে রামগড় থানায় তিনটি এবং মানিকছড়ি থানা একটি মামলা রয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, র‌্যাবের একটি দল খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে সহযোগী আমানুল হক সোহেলসহ মুরগী মিলনকে আটক করেছে। মিলন চার মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।

তাদেরকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

মন্তব্য নেওয়া বন্ধ।