সাংসদ মোছলেম উদ্দীনের মৃত্যুতে শোক প্রস্তাব পরিবারের কাছে হস্তান্তর

চট্টগ্রাম-৮ আসনের সদ্যপ্রয়াত সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে পরিবারের কাছে শোক প্রস্তাব হস্তান্তর করেছে জেলা প্রাশাসন। মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯ টায় মোছলেম উদ্দীনের সহধর্মিনী শিরিন আহমদের হাতে শোক প্রস্তাব হস্তান্তর করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

সাংসদ মোছলেম উদ্দীনের মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের ২৩তম কার্যদিবসে স্পিকার শিরীন শারমিন কর্তৃক শোক প্রস্তাবটি উত্থাপিত হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উল্লেখ্য, মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোশারফ উদ্দিন আহমদ ও মাতার নাম রওশন আরা বেগম। মোছলেম উদ্দিন আহমদ একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০ জানুয়ারি ২০২০ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একাদশ জাতীয় সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মন্তব্য নেওয়া বন্ধ।