সাঙ্গুতে নৌকাডুবি, ১৬ ঘন্টা পর মিললো বালু শ্রমিকের মরদেহ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে আবদুল হামিদ (১৭) নামের এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজের ১৬ ঘণ্টা পর নৌকা ডুবির কাছাকাছি স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হামিদ উপজেলার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, বুধবার বিকালে নিখোঁজের খবর শুনে ডুবুরি দলের ১৩ সদস্যের একটি দল উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময় নদীতে জোয়ার থাকায় তখন উদ্ধার অভিযান সফল হয়নি।
আজ সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের ১৩ জন ডুবুরির একটি দল যৌথভাবে বালু শ্রমিককে উদ্ধারের জন্য সাঙ্গু নদীতে অভিযান শুরু করে। এর দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজের প্রায় ১০ ফুট দূরে নদীর তলদেশ থেকে ওই বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। লাশ সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার বিকালে উপজেলার আমিলাইষ এলাকায় সাঙ্গু নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এসময় সাঁতার কেটে তীরে উঠতে গিয়ে নদীতে নিখোঁজ হন শ্রমিক আবদুল হামিদ(১৭)।

মন্তব্য নেওয়া বন্ধ।