সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি, বন্ধ থাকবে রিসোর্ট-কটেজ

তিনদিনের অবকাশে সাজেক ভ্যালি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার নিরাপত্তায় ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। ১৫ মে থেকে যথারীতি সব কটেজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১২-১৪ মে সাজেক ভ্রমণে যাবেন। রাষ্ট্রপতির ভ্রমণ সামনে রেখে ইতোমধ্যে সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন সাজেক কটেজ মালিক সমিতির নেতারা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১২ থেকে ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি সাজেকে তিন দিনের অবকাশ যাপন করবেন। এ সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে ছয় দিন সাজেকের সবকটি রিসোর্ট ও কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমনের সময় তার নিরাপত্তা নিয়ে যাতে কোনো সমস্যা দেখা না দেয়, সেজন্য প্রশাসনের অনুরোধে আমরা আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত সব রিসোর্ট পর্যটকদের জন্য বন্ধ রাখছি। বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএফ

মন্তব্য নেওয়া বন্ধ।