সাতকানিয়ায় চলন্ত বাস খাদে পড়ে আহত ১৪

চট্টগ্রামের সাতকানিয়ায় চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে সেতুর পাশে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা খবর দিলে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহতরা হলেন— আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মোহাম্মদ আব্দুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাশেম (৪৫), জেসমিন আক্তার (৩৫), মুহাম্মদ জায়াদ (৫), ফরিদা আক্তার (১৭), মাহমুদা খাতুন (৬০) এবং হাসান নুর (১৮)।

এ বিষয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ুন কার্ণায়েন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে সড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।