সিআইইউতে স্মরণ সভা—শিক্ষকরা প্রয়াত হলেও বেঁচে থাকেন অনন্তকাল

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) আয়োজিত দুই শিক্ষকের স্মরণসভায় বক্তারা বলেছেন, একজন শিক্ষক প্রয়াত হলেও তার কর্মময় জীবন বেঁচে থাকে অনন্তকাল। সমাজের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক অবিচ্ছেদ্য। তাদের আলোকিত কর্ম যুগ যুগ ধরে পাথেয় হয়ে থাকে সবার কাছে।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক দুই শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া প্রয়াত হয়েছেন। তাদের স্মরণে গত ২৪ জানুয়ারি সিআইইউর ইংরেজি বিভাগ ক্যাম্পাসে এই সভার আয়োজন করে।

এতে দুই শিক্ষকের শিক্ষকতা জীবন, পড়ালেখা, দর্শন এবং মানবিক গুণাবলীর কথা তুলে ধরে বক্তব্য দেন তাদের এক সময়ের সহকর্মী এবং বর্তমানে সিআইইউর ভিজিটিং স্কলার অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, স্ল্যাস এর বর্তমান ডিন ড. শাহ আহমেদ, ইংরেজি বিভাগের সভাপতি কাজী মো. সাইফুল আসপিয়া, সহকারি অধ্যাপক সার্মেন রড্রিক্স, লিমা সেন গুপ্ত প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।