সিত্রাং : কর্ণফুলীর ৩ ইউনিয়ন প্লাবিত

কর্ণফুলী উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে ৩ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দুর্ভোগ পোহাতে হয়েছে নিম্নঞ্চলের মানুষের।

সাগরে অমাবস্যা ও বায়ুচাপের পার্থক্যের কারণে স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ফুট বেশি জলোচ্ছুাসে ডুবে গেছে উপজেলার শিকলবাহা, চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।

সোমবার মধ্যরাতে সাগরে জোয়ারে পানি বেড়ে যাওয়ায় শিকলবাহা, চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকে পড়ে। এতে শিশু, রোগী ও বয়স্কদের পোহাতে হয়েছে দুর্ভোগ। মাছের পুকুর ও আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করলে স্বত্বি ফিরে এলাকাবাসীর। তবে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড়-জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে উপজেলার ৫টি ইউনিয়নে ১২টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।