সিন্ডিকেট স্থগিতের দাবিতে চবিতে ছাত্রলীগের প্রধান ফটক অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৩৭ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)। এসময় তারা পুরো সিন্ডিকেটই স্থগিত করার এক দফা দাবি জানায়।

শনিবার (৫ মার্চ) রাট ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রাখে তারা। এসময় তারা সিন্ডিকেট বাতিলের দাবিতে বিভিন্নরকম স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) এর নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, সিন্ডিকেটে শুধু ফারসি বিভাগের নিয়োগটিই বাতিল করা হয়েছে। যেহেতু একটি নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়েছে সেহেতু বাদবাকি পদগুলোর ক্ষেত্রেও অর্থ লেনদেনের সম্ভাবনা রয়েছে। তাই আমরা আজকের পুরো সিন্ডিকেটটিই বাতিলের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন:
ফোনালাপ ফাঁস কেলেঙ্কারিতে চবির নিয়োগ বাতিল
ফাঁস হওয়া ফোনালাপকে ষড়যন্ত্র বললেন চবি উপাচার্য

মন্তব্য নেওয়া বন্ধ।