দক্ষ জনবল ঘাটতি পূরণ করবে সিবিইউএফটি শিক্ষার্থীরা—শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের আরএমজি সেক্টরে দক্ষ জনবল ঘাটতি পূরণ করবে ‘চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি)’। এই সেক্টরে এগিয়ে নেওয়ার পাশাপাশি তারা দেশকেও এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে আরও উপরে যেতে সহযোগিতা করবে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম নেভি কনভেনশনে আয়োজিত সিবিইউএফটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তর্বে এসব বলেন ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর সাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাবেক প্রথম ভাইস প্রেসিডেন্ট এমএ সালাম, বিজিএমই ডিরেক্টর মহিউদ্দিন চৌধুরী, চেম্বার সভাপতি মাহবুবুল আলমসহ বিজিএমইএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় রূপান্তর ঘটাচ্ছি। যে শিক্ষার্থী যে বিষয়েই পড়ুক তাকে অবশ্যই ভাষা, তথ্য প্রযুক্তি, উদ্যোক্তা হিসেবে দক্ষ হতে হবে। এসব ক্ষেত্রে অন্য দেশের গ্র্যাজুয়েটদের সাথে আমাদের গ্র্যাজুয়েটদের পার্থক্য হয়ে যায়। অতএব এসব বিষয়ে মনোনিবেশ করতে হবে। কোর্সগুলো সেভাবে সাজাতে হবে।

তিনি আরও বলেন, আমাদের গ্র্যাজুয়েটরা চাকরি দাতার কাছে গিয়ে বলবে না চাকুরিটা দেন, আমরা কাজ শিখে নেবো। বরং তারা দক্ষ হয়ে, যোগ্য হয়ে চাকুরি বাজারে প্রবেশ করবে। মালিকপক্ষ তাদের সরাসরি রিক্রুট করতে পারবে। সিবিইউএফটির শিক্ষার্থীদের ক্যারিকুলাম তো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতারাই ঠিক করবেন। আপনার বিষয়টি মাথায় রেখে তাদেরকে আপনাদের প্রয়োজনীয় দক্ষ হিসেবে গড়ে তুলবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।