কারো গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৬ জুন) দুপুর ২ টায় বিএম ডিপোতে প্রবেশ করেন এবং সেনা, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, সেনাবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কারো গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী 1
ডিপো পরিদর্শন শেষে মন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় কারো গাফিলতি প্রমাণ পেলে ছাড় দেওয়া হবে না। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

মন্তব্য নেওয়া বন্ধ।