সীতাকুণ্ডে ৬ হাজার ৬০০ লিটার জ্বালানি তেলসহ আটক দুই

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেলসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় তেল এবং পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন মো. রাজিব হোসেন (২২) ও মো. কবির (২৬)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বুধবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট এলাকায় জাহাজের চোরাই জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের সম্পর্কে জানতে পারি। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ২টি ট্রাক থেকে ৩৩ টি তেলভর্তি ড্রাম জব্দ করা হয়। ড্রামগুলোতে প্রায় ৬ হাজার ৬০০ লিটার তেল রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

মন্তব্য নেওয়া বন্ধ।