সীমা অক্সিজেন প্ল্যান্টে শুরু হয়েছে ২য় দিনের উদ্ধার অভিযান

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। এরপর সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিস্ফোরক অধিদফতরের একটি টিম। তবে এখনও পর্যন্ত নতুন কোন মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে কোন মরদেহ শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে যেসব সিলিন্ডার দেখা গেছে, সেগুলো অনেক সময় পরীক্ষা করা হয় না। যার কারণে এখনি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গতকাল রাতে সর্বশেষ ৬ জনের মৃত্যুর খবর জানায় পুলিশ। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৮ জন।

মন্তব্য নেওয়া বন্ধ।