সুতা-ববিন আমদানি ঘোষণায় এলো বিদেশী মদ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা বিপুল পরিমাণ মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের চোখকে ফাঁকি দিয়ে চালানটি খালাস করতে পারলেও শেষ রক্ষা হয়নি।

শনিবার (২৩ জুলাই) দুপুরে কাস্টমস কর্মকর্তারা বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন। কাস্টমস টিম শুক্রবার রাতেই সোনারগাঁও ও নারায়নগঞ্জ এলাকা থেকে চালান বোঝাই দুটি গাড়ি জব্দ করেছে।

জানা যায়, আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের‍ দুটি প্রতিষ্ঠানের নামে আসা মেশিনারী ও ববিনের চালান বলে পন্যগুলো খালাস করা হয়। মেশিনারি ও ববিনের কথা বলা হলেও চালানটিতে বিপুল পরিমান মদ ছিলো।

কাস্টমসের একজন দায়িত্বশীল কর্মকর্তা চট্টগ্রাম খবরকে বলেন, কুমিল্লা ইপিজেডের হাসি টাইগার কোম্পানি লিমিটেড ১৯ হাজার ৬৫০ কেজি টেক্সটাইল সুতা ঘোষণা দিয়ে আমদানি করে। একইভাবে ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেড ২০ হাজার ৭৫০ কেজি মেশিন ববিন আমদানি করে। কিন্তু দুটি চালানেই ছিলো বিপুল পরিমাণ মদ।

মন্তব্য নেওয়া বন্ধ।