সেন্টমার্টিনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

সেন্টমার্টিনে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে নৌবাহিনী। শনিবার (২৮ জানুয়ারি) সেন্টমার্টিন বিএন ইসলামিক হাই স্কুল এন্ড কলেজে মাঠে এ চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

দিনব্যাপী চলা এ ক্যাম্পেইনে সেবা নেন দ্বীপের সাধারণ জনগণ। নৌবাহিনীর মেডিকেল টিমের সিনিয়র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে বিতরণ করা হয় ওষুধ।

বানৌজা-সমুদ্র জয় এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ আল আমিন মজুমদার বলেন, আমরা সেন্টমার্টিন দ্বীপবাসীর পাশে আছি। আপনাদের যেকোনো কষ্ট দুর্যোগ বা যেকোনো চিকিৎসা প্রয়োজনে সবসময় পাশে থাকবো। আপনাদের যেকোনো সাহায্য সহযোগিতা দরকার হবে তখনই আপনাদের জন্য আমাদের এখানে নৌবাহিনীর ফরওয়ার্ড বেইজ আছে ও আমাদের জাহাজ মাঝেমধ্যে আসে। আপনারা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো সহযোগিতা করতে। বাংলাদেশ নৌবাহিনী সবসময়ই সেন্টমার্টিন দ্বীপবাসীর পাশে আছে ও থাকবে।

চিকিৎসা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন্স ভারপ্রাপ্ত ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান, সিনিয়র মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট সালেহ আনজুম, সেন্টমার্টিন বিএন ইসলামীক হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহজালাল সরকার ও সহকারী শিক্ষক আয়াতুল্লাহ খোমেনিসহ নৌবাহিনীর বিভিন্ন পদবীর নৌ-সদস্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।