স্কুলের জরাজীর্ণ সীমানা দেয়াল ধ্বসে পা ভাঙ্গলো শিক্ষার্থীর

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় স্কুলের জরাজীর্ণ সীমানা দেয়াল ধ্বসে রিফাত চৌধুরী (১৪) নামে এক শিক্ষার্থীর পা ভেঙ্গে ভেতরে হাড় আলাদা হয়ে গেছে। আরেক পা থেতলে গেছে। রিফাত বন্দরটিলা আইয়ুব কলোনীর রাসেল চৌধুরীর ছেলে। সে ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ভিতরে এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে স্কুলের টিফিন পিরিয়ডে নাস্তা খাওয়া শেষে তার বন্ধুদের নিয়ে মাঠে ফুটবল খেলছিলো। খেলার এক পর্যায়ে তাদের বল সীমানা দেয়ালের অপর প্রান্তে চলে যায়। পরে তার এক বন্ধু দেয়াল টপকে বল আনতে যায়। এসময় দেয়াল ভেঙ্গে রিফাতের উপর আছড়ে পড়ে।

রিফাতের বাবা রাসেল চৌধুরী চট্টগ্রাম খবরকে বলেন, আমার ছেলে স্কুলের মাঠে খেলছিলো। তার বন্ধু বল আনতে গেলে বন্ধুসহ দেয়াল ধসে ছেলের পায়ের উপরে পড়েছে। ছেলের পা ভেঙ্গে দুই টুকরা হয়ে গেছে। আরেক পা থেতলে গেছে। ছেলেকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্কুলের একজন শিক্ষার্থী এমন গুরুতর আহত হওয়ার পরও কর্তৃপক্ষে কোন পদক্ষেপ নেই। স্কুল কর্তৃপক্ষের যেন কোনো দায়বদ্ধতা নেই।

প্রসঙ্গত গত ১০ আগস্ট খাগড়াছড়ির সদর উপজেলার খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেট ভেঙে পড়ে শ্রাবণ দেওয়ান (৬) নামে প্রথম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে

মন্তব্য নেওয়া বন্ধ।