স্কুল ব্যাগে বিদেশী পিস্তল, জুতোয় বুলেট—ধরলো গোয়েন্দা পুলিশ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও খাজা রোড়ের বাসিন্দা আরমান গনি (৩১) কুমিল্লা থেকে আসছিলেন চট্টগ্রাম। তার হাতে ছিল স্কুল ব্যাগ, পরনে কেডস। পথে গোয়েন্দা পুলিশ তল্লাশী করে তার ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল এবং তার পায়ের কেডস তল্লাশী করে পেয়েছে পিস্তলের ৬ রাউন্ড গুলি।

সোমবার (২৯ মে) দুপুরে চট্টগ্রাম খবরকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (পশ্চিম ও বন্দর জোন) উপ-কমিশনার আলী হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসার পথে সিটি গেইট এলাকায় আমাদের টিম সৌদিয়া বাস থামিয়ে তল্লাশী করে। তল্লাশীতে আরমান গনির কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং তার পুরো শরীর তল্লাশী করে তাহার পরনের পায়ে কেডস’র ভিতর থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান গনি নিজেকে অস্ত্র বিক্রেতা হিসেবে স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অস্ত্রসহ আটক হওয়া আরমান গনি বহদ্দরহাটস্থ খাজা রোড়ের চৌধুরী স্কুল হাবিলদার বাড়ীর ইসমাইলের ছেলে।

মন্তব্য নেওয়া বন্ধ।