স্কুল শিক্ষার্থী হত্যায় ফটিকছড়ির সেই জিপ চালক নগরে আটক

জিপ ছাপায় চট্টগ্রামের ফটিকছড়ির হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী মিশু আক্তার (১৬) ও নিশা মণি (১৬) হত্যার ঘটনায় ঘাতক জিপ চালককে আটক করেছে পুলিশ। তার নাম আলাউদ্দিন, বাড়ি ফটিকছড়ির ভুজপুর এলাকায়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, দুই স্কুল শিক্ষার্থীকে জিপ চাপায় হত্যার ঘটনায় সেই ড্রাইভারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রাম থেকে পালিয়ে সে নগরীর অক্সিজেন এলাকায় অবস্থান নিয়েছিল। তাকে রোববার রাতে আমরা গ্রেপ্তার করেছি।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ছাত্রীকে চাপা দেয় জীপটি। এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হন। নিহত মিশু আকতার (১৬) দক্ষিন পাইন্দং মোল্লার বাড়ির আবুল কালামেন কন্যা। নিহত নিশা মনি(১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা।

মন্তব্য নেওয়া বন্ধ।