হাটহাজারীতে খাস জায়গা দখলমুক্ত করে বৃক্ষরোপণ

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি খাস জায়গা দখলমুক্ত করে বিভিন্ন প্রকারের গাছ লাগিয়েছে উপজেলা প্রশাসন। খতিয়ানভুক্ত প্রায় ৯ শতক জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কাছে ছিলো।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদ কলেজ সড়কে এ বৃক্ষরোপণ করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু রায়হান বলেন, অভিযোগের ভিত্তিতে চিকনদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও অফিসের সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত করে সত্যতা পাওয়ায় ৯ শতক জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরে সেখানে গাছ লাগিয়ে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সরকারি জায়গা-জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।