হাটহাজারীতে বাজার তদারকি, ১০ হাজার টাকা জরিমানা

আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হাটহাজারী উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হানের নেতৃত্বে অভিযানে ৩টি মাংস, ৩টি সবজি ও ১টি মুদি দোকানে মূল্যতালিকা না থাকায় পৃথক ৭টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান চট্টগ্রাম খবরকে বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে হাটহাজারী বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন দোকানে বিধি না মেনে মূল্য তালিকা না রাখায় তাদের জরিমানা করা হয় এবং কঠোর ভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।