হালদা থেকে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

হালদা নদী থেকে বালু উত্তোলনের দায়ে মো. মানিক ও মো. হাসান মিয়া নামের দুই বালু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মার্চ) ভোররাতে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা নদীর পয়েন্ট থেকে বালু উত্তোলনের সময় তাদের দুজনকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৮ ট্রাক বালু জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্কও করা হয়েছে।

তিনি আরও বলেন, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ৮ ট্রাক বালু জব্দ করে ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়। হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।