১০ গুণিজন পাচ্ছেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক নাট্যজন প্রদীপ দেওয়ানজী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক দেব প্রসাদ দাসসহ বিভিন্ন ক্যাটাগরিতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ১০ গুণিজন। বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তিনি বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জ্ঞাপন করার লক্ষ্যে শিল্পকলার বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রতিবছর ৫ জন গুণিব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা’ প্রদান করে থাকে। করোনার কারণে ২০২১ সালেরটাও এবার ২০২২ সালের গুণিজনদের সাথে দেওয়া হচ্ছে।

২০২১ সালের নাট্যকলা ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন প্রদীপ দেওয়ানজী, কণ্ঠসংগীতে কল্পনা লালা, নৃত্যকলায় কৃষ্ণা বিশ্বাস, চলচ্চিত্রে নাজিমুদ্দীন শ্যামল, আবৃত্তিতে মিলি চৌধুরী।

২০২২ সালের লোকসংস্কৃতিতে কল্পতরু ভট্টাচার্য, ফটোগ্রাফিতে বীর মুক্তিযোদ্ধা দেব প্রসাদ দাস, চারুকলায় সৌমেন দাশ, কণ্ঠসংগীতে মো. মোস্তফা কামাল, নাট্যকলায় সনজীব বড়ুয়া।

আগামী ২ মার্চ বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে গুণিজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

মন্তব্য নেওয়া বন্ধ।