১৯ জুন মাধ্যমিক, ২২ আগস্ট উচ্চ মাধ্যমিকের পরীক্ষা

২০২২ সালের মাধ্যমিক ও সমমানের এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন।

এসএসসি, দাখিল ও সমানের পরীক্ষা হবে আগামী ১৯ জুন এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা হবে আগামী ২২ আগস্ট।

তবে এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) না নিয়ে বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার ওয়েবসাইটে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

এতে পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফরম পূরণ, প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখসহ এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে।

অন্যদিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আগামী ৮ জুন। তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে ১৪ জুলাই।

মন্তব্য নেওয়া বন্ধ।