২২ ফেব্রুয়ারি উঠছে বিধিনিষেধ, মাস্ক পরা বাধ্যতামূলক

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধি নিষেধ শেষ হচ্ছে সোমবার (২১ ফেব্রুয়ারি)। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে বিধিনিষেধ না থাকলেও সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এমনই জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বিধিনিষেধ আর বাড়বে না। তবে যেকোনো অনুষ্ঠানে যাবেন, যেখানে যাবেন সবাইকেই মাস্ক পরতে হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি করোনা টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়াই স্থায়ী ঠিকানা লিখে নিয়ে গিয়েই টিকা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারির পর আর কোনো করোনা বাধা নিষেধ থাকবে না। তবে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।

এগিকে মঙ্গলবার থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। আর প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে ১ মার্চ থেকে।

মন্তব্য নেওয়া বন্ধ।