২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে চবিতে মোমবাতি প্রজ্জ্বলন

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রিতে নিরস্ত্র বাঙালীর ওপর পাকিস্তানি হায়েনাদের নারকীয় হামলা বিশ্ব ইতিহাসে নির্লজ্জ, বর্বরোচিত ও কাপুরোষিত ঘটনা। এ পৈশাচিক ও নারকীয় হত্যাকান্ডের জন্য যতদিন পৃথিবী থাকবে ততদিন এ ঘাতক হায়েনাদের বিশ্ববাসী ঘৃণা করবে।

এসময়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান, প্রক্টর, ড. রবিউল হাসান ভূঁইয়া, কলেজ পরিদর্শক, আবাসিক হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও একইদিন গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ ২০২২ রাত ৯ টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত সব ধরণের বাতি বন্ধ রেখে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।