২ দিন বাড়লো চবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ২ দিন বাড়ানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কোর কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

বুধবার(১২ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিটে সময় শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা এখন ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। পাশাপাশি ১৬ এপ্রিল একই সময় পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবে ভর্তুচ্ছুরা।।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। তিনি বলেন, বুধবার দুপুরে ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদনের সময়সীমা ২ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য সময় বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ২য় বার অংশগ্রহণের সুযোগ দিয়ে গত ২৮ মার্চ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। ৩০ মার্চ দুপুর ১২টা থেকে শুরু হয় আবেদন। চলতি বছর ইউনিটপ্রতি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা

মন্তব্য নেওয়া বন্ধ।