৫ কোটি টাকার সাপের বিষ নিয়ে গোয়েন্দা জালে ৩ পাচারকারী

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের হাতে আমদানী নিষিদ্ধ কোবরা সাপের বিষ নিয়ে ধরা পড়েছে তিন পাচারকারী। জব্দকৃত সাপের বিষের বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা বলে জানানো হয়েছে সিএমপি পক্ষ থেকে।

শনিবার (১৪ মে) দুপুরে সিএমপির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নগরীর ডবলমুরিং থানার ডিটি এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল প্রকাশ মগা বৈদ্য, জয়নাল আবেদিন ও রূপন চাকমাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়।

মো. ইসমাইল প্রকাশ মগা বৈদ্য নোয়াখালী সদরের ভাটিরটেকের মৃত হানিফের ছেলে। জয়নাল আবেদীন কুমিল্লার লাকসামের রায়গোবিন্দপুরের মৃত বজলুর রহমানের ছেলে। রুপন চাকমা প্রকাশ শ্যামল খাগড়াছড়ির দীঘিনালার রাঙ্গানিয়ার পূতি চাকমার ছেলে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।