৮টি আগ্নেয়াস্ত্র নিয়ে র‌্যাবের জালে দুই রোহিঙ্গা সন্ত্রাসী

টেকনাফে অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৮টি আগ্নেয়াস্ত্র, ১৮ রাউন্ড গুলি এবং গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়।

বুধবার (২ মার্চ) ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১৫।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে।

আটকরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত ইদ্রিসের ছেলে মো. রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মৃত জহিরের ছেলে মো. শফিক (৩০)।

সকালে র‌্যাব-১৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন ।

র‌্যাব জানায়, টেকনাফের হ্নীলা এবং মুচনী এলাকায় পুতিয়া বাহিনী এক আতংকের নাম। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কার্যক্রমে জড়িত। গত ১৯ ফেব্রুয়ারি একই গ্রুপের সদস্য খায়রুল আমিনকে আটক করে র‌্যাব। এরপর থেকে রমিজ ও শফিক নজরদারিতে ছিলেন।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মন্তব্য নেওয়া বন্ধ।