দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার (১৯ জুন) থেকে অনুষ্ঠেয় সকল শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ।
পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।