আজ এক কোটি মানুষকে টিকা প্রদানের দিন

করোনা ঠেকাতে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে দেশব্যাপী ‘এক দিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি’ শুরু হয়েছে। এই কার্যক্রমে সারাদেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী কাজ করছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। যতক্ষণ টিকা গ্রহীতা থাককে ততক্ষণ টিকা কেন্দ্রও খোলা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, আমাদের টিকা প্রদান কেন্দ্রগুলোতে যতক্ষণ টিকা গ্রহীতা থাকবে ততক্ষণ আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলবে। নিবন্ধিতদের পাশাপাশি অনিবন্ধিতদেরও ভ্যাকসিন দেওয়া হবে। এর পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া কার্যক্রমও চলমান থাকবে।

আজ এক কোটি মানুষকে টিকা প্রদানের দিন 1

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, দেশজুড়ে ২৮ হাজার কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। আজকের টিকা কার্যক্রম সফল হলে দেশের ৭০ শতাংশ মানুষ প্রথম ডোজের আওতায় আসবে। নিবন্ধন ছাড়া সাথে করে এনআইডি/জন্মনিবন্ধন নিয়ে টিকা কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আমাদের কাছে ১০ কোটি টিকা মজুদ রয়েছে। আমাদের টিকা দেওয়ার সক্ষমতাও আছে। আমাদের এক লাখ লোক টিকা দিতে কাজ করছে। আমি সবাইকে আহ্বান জানাই যারা টিকা নেননি, তারা এগিয়ে আসেন টিকা নিন। টিকা নিলে আপনি, আপনার পরিবার ও দেশ সুরক্ষিত থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।