চট্টগ্রামের আনোয়ারায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে আগামী ১২ অক্টোবর হতে ২ নভেম্বর মোট ২২ দিন মা ইলিশ আহরণ, ক্রয়–বিক্রয়, নিষিদ্ধ উপলক্ষে এক জনসচেতনতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুর হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশিদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ, চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, নোয়াব আলী, এম.এ কাইয়ূম শাহ, মাষ্টার মোহাম্মদ ইদ্রিছ, আমিন শরীফ, অসীম কুমার দেব, কলিম উদ্দিন, আজিজুল হক চৌধুরী বাবুল, চাতরীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নেওয়াজ চৌধুরী ছুট্টো প্রমুখ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ম. রাশিদুল হক বলেন, ইলিশ উৎপাদনে এশিয়াতে বাংলাদেশ প্রথম। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়–বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। তিনি উক্ত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।