কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কোনা পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ কোনা পাড়া এলাকার মনির আহমদের মেয়ে তাসলিমা আক্তার (২৪) ও দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের পুত্র মো. আলম (২৪)।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদে জানতে পারি শাহপরীর দ্বীপ কোনা পাড়া এলাকার আলমের শ্বশুর বাড়িতে মাদকের একটি বড় চালান মজুত রয়েছে। এরপর শাহপরীর দ্বীপ ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মেঝেতে প্লাস্টিক মোড়ানো এক লাখ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ কক্সবাজার আদালতে পাঠানো হবে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।