অমর একুশে পদক পাচ্ছেন চবির সাবেক শিক্ষক ড. মনিরুজ্জামান

অমর একুশে একুশে পদক ২০২৩’র জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক শিক্ষক ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. মনিরুজ্জামান। “ভাষা ও সাহিত্যে” বিশেষ অবদানের জন্য এ পদক পাচ্ছেন তিনি।

রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ড. মনিরুজ্জামান ছাড়াও আরো ১৮ জন ও দুটি প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ পদকের জন্য মনোনীত হয়েছেন। এর আগে তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. মনিরুজ্জামান বাংলা বিভাগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ছিলেন। এছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।