আগুনে পুড়ে ছাই হলো ১৪ বসতঘর

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ১৪ বসতঘর। মঙ্গলবার (২ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড গরিবারঝিল এলাকার মহিউদ্দিন বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পাকা, সেমি পাকা ও টিনের ঘর মিলে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ওই বাড়ির গোলাম মহিউদ্দিন বাবুল (৭২), লিয়াকত আলী (৫৫), আনোয়ার হোসেন (৫৮),আবুল হাসেম (৭৫), মহিউদ্দিন (৪০), ছরোয়ার হোসেন (৫৫), খোরশেদ আলম ভূট্ট (৫৮), আমানত খা (৫০),মাহমুদুল হক (৩৫), জিয়াবুল হক (৫৮), হাফেজ মনজুর কাদের (৫২), মুজিবুল হক(৬৮),মো,সেলিম ও রফিকুল ইসলাম (৬৫)।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় দীর্ঘ ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্থরা ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকাল ৪টা দিকে মহিউদ্দিন বাবুলের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অন্য ঘরগুলোও পুড়ে যায়।

মন্তব্য নেওয়া বন্ধ।