এবার ইপিজেডে বাসে আগুন

সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে গাড়িতে আগুনের পর মঙ্গলবার ভোরে ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন জানান, সল্টগোলা ক্রসিং এলাকায় যাত্রী তোলার জন্য একটি লোকাল বাস দাঁড়িয়ে ছিল। যাত্রীবেশে দুইজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে বলে জানিয়েছেন চালক। জড়িতদের শনাক্তে করে গ্রেপ্তারে অভিযান চলছে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, বাসে আগুনের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ভোর ৬টার দিকে দুবৃর্ত্তরা একটি লোকাল বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কোন আহত বা নিহত নেই।

অপরদিকে বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রবাহী কোনো গাড়ি নেই। তবে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।