এবার বাস্কেটে মিলল অনুমোদনহীন অবৈধ প্রসাধনী, লাখ টাকা জরিমানা

অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের তোপের মুখে পড়লো খুলশীর অন্যতমত সুপারশপ বাস্কেট।
শনিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনে নির্বাহী মেজিস্ট্রেট প্রতীক দত্ত বিএসটিআইকে সাথে নিয়ে অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে বাস্কেটকে এক লাখ টাকা জরিমানা করেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর ‘গ্রিন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ’ করার ঘোষণা দেওয়ার কুড়ি দিনের মাথায় গ্রাহকের নিরাপত্তা ঝুঁকি এবং নিজেদের কর্মীদের স্বাস্থ্য বিষয়ে উদাসীনতা দেখিয়ে গত ৩ মার্চ চসিকের ভ্রাম্যমান আদালতের তোপের মুখে পড়া খুলশী মার্টও গুনেছে ৭০ হাজার টাকা জারিমানা।

এবিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সকল প্রকার অবৈধ, ভেজাল প্রসাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাঁকি দেয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতকে বিএসটিআই এবং চট্টগ্রাম নগর পুলিশের একটি টিম সহায়তা করে।

মন্তব্য নেওয়া বন্ধ।