এবার লাখ টাকা জরিমানা গুনলো মুরাদপুরের জামান এক্সক্লুসিভ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকার কারণে জামান এক্সক্লুসিভ বিরানী হাউজকে একলক্ষ টাকা জরিমানা করা হয়।

রোববার (১২ জুন) দুপুরে চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করা হয়ে।

চসিকের গণসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কাতালগঞ্জ হাটাজারী রোডে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ফিনলে এন এস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালানা করার অপরাধে একব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে চসেরকে মশক নিধনের ঔষধ ছিটানোর কাজে প্রতিবন্ধকতা অপসারনের জন্য শুলকবহর ও চকবাজার ওয়ার্ডে কার্যক্রম তদারকি করা হয়।

প্রসঙ্গত, এর আগেও জরিমানা গুনার রেকর্ড আছে জামান হোটেল অ্যান্ড এক্সক্লুসিভ বিরিয়ানি হাউস।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০ হাজার জরিমানা গুনেছিল এই হোটেলটি।

মন্তব্য নেওয়া বন্ধ।