এমব্রোসিয়ায় নোংরা পরিবেশ, রান্নাঘরে ছাগল জবাই–জরিমানা ৩ লাখ

আগ্রাবাদের এমব্রোসিয়া রেস্টুরেন্টের রান্না ঘরে ছাগল জবাই এবং নোংরা পরিবেশের দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করে।

অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি বলেন, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং হোটেলের রান্না ঘরে ছাগল জবাইয়ের অপরাধে আগ্রাবাদস্থ এমব্রোসিয়া রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজু করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপর দিকে ভ্রামমাণ আদালত সাগরিকা গরু বাজার তদারকি করে। এসময় ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদার কর্তৃক সার্বক্ষনিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, জীবানু নাশক স্প্রে, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান দেওয়া হয়।

অভিযাননে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।