কক্সবাজারে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

কক্সবাজার শহরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে তানভীর আহমদ (১৪) নামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তানভীর শহরের পাহাড়তলী এলাকার মৌলানা আব্দুর রহিমের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ।

তানভীরের মামা কামরুল হাসান বাপ্পি বলেন, জ্বরে আক্রান্ত হলে ২৬ আগস্ট তানভীরকে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে তার অবস্থা আশংকাজনক হওয়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আইসিওতে নিয়ে যায় চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুমিনুর রহমান তানভীরের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আছেন তাদের অধিকাংশই সমিতিপাড়া, কুতুবদিয়া, নুনিয়ারছড়া, পাহাড়তলী ও ঘোনা পাড়ার বাসিন্দা।

মন্তব্য নেওয়া বন্ধ।