কর্ণফুলীতে আগুনে পুড়লো ৮ বসতঘর

চট্টগ্রামের কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি বসতঘর। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি হিন্দু বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন, বিমল দাশ, শিমুল দাশ, জনপাই দাশ, জনুদাশ, পপুল দাশ, দীপল দাশ, সুধীস দাশ, বিমল দাশ দই। স্থানীয় ও নগরের রাজাখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ জানান, সকালে রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আগুনে ৮টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ ও শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম আলমের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা পরিষদ থেকে নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার বিতরণ করেছি।

মন্তব্য নেওয়া বন্ধ।