কর্ণফুলীতে গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামীকে মো. শওকত (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। সোমবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-০৭এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

গ্রেপ্তারকৃত শওকত শিকলবাহা ইউনিয়নের মনু মাঝির পুত্র এবং কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

র‌্যাব জানায়, গত বুধবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক মো. মোজাম্মেল (৬০) আহত হন। এ ঘটনায় ঘটনায় ২৮ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও সমন্বয়কারী হিসেবে কাজ করে আসছে বলেও জানায় গ্রেপ্তারকৃত।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, থানায় হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত শওকতকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।