কর্ণফুলীতে চশমাপরা হনুমান উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের কর্ণফুলীতে বিরল প্রজাতির চশমা হনুমানের দুইটি বাচ্চা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় রাসেল চৌধুরী সজল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত সোমবার রাত বারোটার দিকে উপজেলার মইজ্জ্যােরটেক এলাকার পুলিশিং চেকপোস্টে তল্লাশিকালে (ঢাকামেট্রো-ব ১৫-৭০৪২) থেকে বিরল প্রজাতির চশমা হনুমানের দুইটি বাচ্চা উদ্ধার করেছেন বলেন নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

তিনি বলেন, উদ্ধারকৃত দুটি হনুমানের বাচ্চা উদ্ধারের সময় গাড়ির সুপারভাইজারকে আটক করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর পুত্র।

জানা যায়, চশমাপরা হনুমান এ দেশের মহাবিপন্ন প্রাণী। কালো হনুমান বা কালা বান্দর নামেও পরিচিত। কালো মুখমণ্ডলে শুধু চোখের চারদিকে সাদা, দেখলে মনে হয় যেন চশমা পরে আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।