কর্ণফুলীতে শিক্ষকের ঘরে চুরির ঘটনায় গ্রেপ্তার যুবক

চট্টগ্রামের কর্ণফুলীতে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় মো. ফাহিম হাসান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন।

গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকার মো. কলিম উল্লাহ (৫৪) নামে এক শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে চুরিকৃত মালামালসহ ফাজিলখার হাটে জনতার হাতে আটক হন মো. ফাহিম হাসান (১৯)। গ্রেপ্তারকৃত ফাহিম দৌলতপুর কন্ট্রাক্টরের বাড়ির মো. হাসানের ছেলে। চুরিকৃত মালামালও জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় শিক্ষক কলিম উল্লাহ গ্রেপ্তারকৃত ফাহিমসহ একই এলাকার ইদ্রিসের ছেলে মো. একরাম (২৪) এবং আলম মাঝির ছেলে এরফান (২৬)কে আসামী করে থানায় মামলা করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. বাহাদুর খান বলেন, গ্রেপ্তারকৃত ফাহিম এলাকায় বিভিন্ন সময়ে চুরির ঘটনায় সে জড়িত থাকে। তাদের একটা চোরচক্র রয়েছে। গতকাল শনিবার রাতে চুরিকৃত মালামালসহ জনতার হাতে আটক হওয়ার পর স্বীকার করে শিক্ষকের ঘরে চুরি ব্যাপারে। এরপর স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন তাকে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।