কর্ণফুলীতে হাতির আক্রমণে বৃদ্ধ আহত

চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণে আবদুল সালাম (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় উপজেলার বড়উঠান ইউনিয়নের মৌলানা মহিবুল্লাহ খান বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত রোববার একসঙ্গে ৪টি হাতি উপজেলার বড়উঠান ইউনিয়নের বিভিন্ন এলাকা তান্ডব চালায় মানুষের বসতঘর ও ফসলি জমিতে। কয়েকঘন্টা হাতির তান্ডব শেষে তিনটি হাতি পাহাড়ে ফিরে গেলেও রয়ে যায় আরও একটি হাতি। ঘরের গেইট খুলতে হাতির আক্রমণের শিকার হন বৃদ্ধ।

আহতের ছেলে মোহাম্মদ ফেরদৌস আলম জানান, দীর্ঘ কয়েক বছর ধরে হাতি গুলো বড়উঠান ইউনিয়নের পাহাড়ে অবস্থান করছে। রাতের বেলায় খাবারের খোঁজে আসলেও বেশ কয়েদিন ধরে দিনদুপুরেও চলে আসে লোকালয়ে।
গত রোববার সারারাত তান্ডব চালিয়ে সোমবার ভোরে ৩টি হাতি পাহাড়ে চলে গেলেও রয়ে যায় সঙ্গে আসা আরও একটি হাতি। ভোরে আমার পিতা ঘরের দরজার খুলে উঠানে আসা মাত্রই হাতি তাকে শুর দিয়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেলে। এতে গুরুতর আহত হন তিনি।তাৎক্ষণিকভাবে উদ্ধার স্থানীয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থায়ীরা বলছেন, আশপাশের এলাকাগুলোতে যেভাবে পাহাড় কাটার প্রতিযোগিতা চলছে, শুধু হাতি না পাহাড়ে থাকা বন্যপ্রাণীরাও লোকালয়ে চলে আসবে।

বন বিভাগের বাঁশখালী জলদী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, হাতি তাড়ানোর কোন সুযোগ নেই। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের তদন্তপূর্বক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।