কর্ণফুলীতে ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা এলাকায় ৫৭ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এসব জমির বাজারমূল্য দুই কোটি টাকা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে এই অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলার জুলধা ইউনিয়নের জুলধা এলাকার আবদুল মারুফ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ৫৭ শতক পুকুর ও জমি দখলে ছিলেন। গত একবছর আগে পুকুর ও জমিটি দখলে নেন মোহাম্মদ আলী নামে আরেক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ সরকারের নামে সাইনবোর্ড ও লালপতাকা টাঙানো হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব জমির বর্তমান মূল্য দুই কোটি টাকা। এসব জমি সরকারি সম্পদ। অবৈধ দখলদারের কাছ থেকে সরকারি জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় কর্ণফুলী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শওকত জামান, জুলধা ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা আহমদ নুরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।