কানাডায় পলাতক লস্করের সম্পতিতে রিসিভার নিয়োগ দিলেন আদালত

দেশের শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্কর। হাজার কোটি টাকা ঋণ নিয়ে আশিকুর রহমান লস্কর পাড়ি জমিয়েছেন কানাডায়। তার খুলশীল দুটি বাড়িতে রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত।

সোমবার (৬ মে) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান খুলশী থানার ওসিকে লস্করের সম্পত্তির রিসিভার নিয়োগ দিয়েছেন। বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ।

তিনি বলেন, আশিকুর রহমান লস্কর খুলশী আবাসিকের ২টি ভবন বন্ধক রেখে মার্কেন্টাইল ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। তার ওই সম্পত্তি নিলামে বিক্রি না হওয়া পর্যন্ত ওসি খুলশী ভাড়া আদায় করে আদালতে জমা দিবেন।

মার্কেন্টাইল ব্যাংকের যে মামলায় লস্করের সম্পত্তিতে রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত সেই মামলায় ব্যাংকের দাবীকৃত টাকার পরিমাণ ১৪৫ কোটি ৯০ লাখ ৬ হাজার ৯৭৬ টাকা ৭২ পয়সা।

ঋণ খেলাপি আশিকুর রহমান লস্করের আরও কাহিনী পড়ুন—হিসাব খুলেই যাচাই-বাছাই ছাড়া শত কোটি টাকার ঋণ, নেপথ্যে সেই লস্কর!

মন্তব্য নেওয়া বন্ধ।