কানাডার সড়কে ঝরলো ৩ বাংলাদেশী শিক্ষার্থীর প্রাণ

কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন

কানাডার টরেন্টোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ বাংলাদেশী শিক্ষার্থী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীত তারকা কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।
নিহতরা হলেন- বাংলাদেশী শিক্ষার্থী শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত।

কানাডার স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দেশটির অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

টরোন্টের কয়েকজন প্রবাসী সংগঠক চট্টগ্রাম খবরকে নিবিড় কুমারের শারিরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে নিবিড় কুমার পশ্চিম টরোন্টোর ইকোপিটো হাসপাতালে ট্রমা সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শারিরীক অবস্থা সংকটাপন্ন হলেও নিবিড় এখনও জীবিত আছেন বলে ।
তারা আরও জানান, স্থানীয় সময় গতকাল বিকেলে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচারের পর নিবিড় আগের চাইতে কিছুটা ভালো আছেন । তার সংকটাপন্ন অবস্থা কাটতে আরও সময় লাগবে। দূর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিত গতরাতেই টরোন্টো রওনা হয়েছেন। ঘন্টা চারেকের মধ্যে তিনি সেখানে পৌছাবেন বলে আশা করা যাচ্ছে।

টরেন্টো পুলিশের বরাত দিয়ে সিটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র‍্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের ওপর দিয়ে খাদে গিয়ে পড়ে এবং অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে ছিল। আগুনে ভস্মীভূত হওয়ার আগে সেই গাড়ি থেকে চার যাত্রীকে বের করতে সক্ষম হয়েছিল। ঘটনাস্থলেই পেছনের সিটে থাকা দুইজনকে মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে তাকেও মৃত ঘোষণা করা হয়’। এখনো পর্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বাংলাদেশী শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

মন্তব্য নেওয়া বন্ধ।